সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা  

নকলা (শেরপুর) প্রতিনিধি

নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা  

শেরপুরের নকলায় বুধবার (২১ জুন) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইউএনও সাদিয়া উম্মুল বানিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন। 

বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, থানার ওসি রিয়াদ মাহমুদ প্রমুখ।

সভায় সার্বিক আইনশৃঙ্খলার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সকল সমস্যা দ্রুত নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেয়া হয়।

উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যানরা, নকলা প্রেস ক্লাবের নেতারা স্থানীয় সাংবাদিকরা এবং উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা।

টিএইচ